Food SI Previous Year Question 2019

1. কোন বিজ্ঞানী ‘এ বিফ হিস্ট্রি অফ্ টাইম’ নামে একটি বই লিখেছেন?

(a) স্টিফেন হকিং

(b) এডওয়ার্ড জেনার

(c) মেঘনাদ সাহা

(d) পাস্তুর

Answer – (a) স্টিফেন হকিং


2. শাস্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত হল-

(a) স্পোর্টস

(b) বিজ্ঞান ও প্রযুক্তি

(c) কৃষি

(d) চলচ্চিত্র

Answer – (b) বিজ্ঞান ও প্রযুক্তি


3. নীচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়?

(a) ধমন

(b) ছাপেলি

(c) মহাধু

(d) ধাকনী

Answer – (b) ছাপেলি


4. দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টস বা উত্তরা ঘটে?

(a) 22 শে ডিসেম্বর

(b) 23 শে সেপ্টেম্বর

(c) 21 শে জুন

(d) 21 শে মার্চ

Answer – (a) 22 শে ডিসেম্বর


5. ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি?

(a) আই এন টি ইউ সি

(b) সি আই টি ইউ

(c) এ আই টি ইউ সি

(d) বি এম এস

Answer – (c) এ আই টি ইউ সি


6. কৃষি গবেষণার জাতীয় পরিষদ কোথায় অবস্থিত?

(a) দেরাদুন

(b) হায়দ্রাবাদ

(c) নয়াদিল্লি

(d) ইটানগর

Answer – (c) নয়াদিল্লি


7. জিরো আওয়ার কী?

(a) যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়। (b) যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়

(c) সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময়

(d) লোকসভাতে যখন কোনো অর্থ বিল পেস করা হয়।

Answer – (b) যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়


8. নিম্মলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়?

(a) গ্রানাইট

(b) চুনাপাথর

(c) পিট

(d) শেল

Answer – (b) চুনাপাথর


9. অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল হল একটি—

(a) মানবাধিকার গ্রুপ

(b) বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলার সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা

(c) ক্রোয়েশিয়ার শরনার্থী শিবির

(d) বিশ্ব ব্যাঙ্কের শাখা

Answer – (a) মানবাধিকার গ্রুপ


10. নিম্মলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয়?

(a) জলবিদ্যুৎ

(b) সৌরশক্তি

(c) জ্বালানি কোষ

(d) বায়ু শক্তি

Answer – (c) জ্বালানি কোষ


11. ‘সুফি’ শব্দটি এসেছে–

(a) একধরনের কবিতা থেকে

(b) একধরনের পোশাক থেকে

(C) একটি ভাষা থেকে

(d) একটি জায়গার নাম থেকে

Answer – (b) একধরনের পোশাক থেকে


12. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে কী বলা হয়?

(a) প্রধান নির্বাহী কর্মকর্তা

(b) ব্যবস্থাপনা পরিচালক

(C) চিহ্ন ব্যাঙ্কিং অফিসার

(d) কোনটিই নয়

Answer – (d) কোনটিই নয়


13. ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হল-

(a) 1955

(b) 1951

(c) 1960

(d) 1965

Answer – (b) 1951


14. পাবলিক সেক্টরের বিলগ্নিকরণকে কী বলা হয়?

(a) উদারীকরণ

(b) বিশ্বায়ন

(c) শিল্পায়ন

(d) ব্যক্তিগতকরণ (প্রাইভেটাইজেশন)

Answer – (d) ব্যক্তিগতকরণ (প্রাইভেটাইজেশন)


15. সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন-

(a) ভারতের প্রধান বিচারপতি

(b) রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি

(c) রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোন ব্যক্তি

(d) প্রধানমন্ত্রী

Answer – (c) রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোন ব্যক্তি


16. ভিটামিন যা সাধারণভাবে প্রস্রাবের দ্বারা নির্গত হয় –

(a) ভিটামিন A

(b) ভিটামিন D

(c) ভিটামিন C

(d) ভিটামিন A,D

Answer – (c) ভিটামিন C


17. কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন?

(a) পার্লামেন্টের সকল সদস্য দ্বারা

(b) জনগণ দ্বারা সরাসরি

(c) লোকসভার সমস্ত সদস্য দ্বারা

(d) লোকসভায় সংখ্যাগুরু সংখ্যাযুক্ত পার্টির সদস্য দ্বারা

Answer – (d) লোকসভায় সংখ্যাগুরু সংখ্যাযুক্ত পার্টির সদস্য দ্বারা


18. ভারতে, সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে –

(a) টেক্সটাইল শিল্পে

(b) লোহা ও ইস্পাত শিল্পে

(c) পেট্রোক্যামিক্যাল শিল্পে

(d) অটোমোবাইল শিল্পে

Answer – (a) টেক্সটাইল শিল্পে


19. বিখ্যাত অঙ্কন বা ছবি ‘সত্যম শিবম সুন্দরম’ তৈরি করেছেন –

(a) মহেন্দ্রনাথ সিং

(b) নন্দ কিশোর শর্মা

(c) সিভনন্দন নাতিয়াল

(d) রাজ কাপুর

Answer – (c) সিভনন্দন নাতিয়াল


20. কোনটিতে ক্যালশিয়াম সামগ্রী সর্বাধিক থাকে?

(a) বাজরা

(b) ভুট্টা

(c) জোয়ার

(d) গম

Answer – (a) বাজরা


21. দুষিত কিডনি-রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় জড়িত থাকে –

(a) পরিশোষণ

(b) আস্রাবণ

(c) ইলেকট্রোফোরেসিস

(d) ব্যাপন

Answer – (c) ইলেকট্রোফোরেসিস


22. নিম্মলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন :

(i) 2G স্পেকট্রাম 30-200KHz ব্যান্ডউইথ ব্যবহার করে

(ii) 3G স্পেকট্রাম 15-20 MHz ব্যান্ডউইথ ব্যবহার করে

(iii) 4G স্পেকট্রাম অন্তত 40 MHz ব্যান্ডউইথ ব্যবহার করে

উপরে দেওয়া বিবৃতির কোনটি/কোনগুলি সঠিক?

(a) সবগুলি

(b) i, ii

(c) ii, iii

(d) কেবলমাত্র iii

Answer – (b) i, ii


23. নীচের কোনটি সবচেয়ে প্রাচীন গ্রান্ড স্লা?

(a) উইম্বলডন 1877

(b) ফ্রেঞ্চ ওপেন 1891

(c) অস্ট্রেলিয়ান ওপেন 1905

(d) ইউ এস ওপেন 1881

Answer – (a) উইম্বলডন 1877


24. বিশ্বের বৃহত্তম ফুলটি হল-

(a) পদ্ম

(b) রাফলেসিয়া

(C) জায়ান্ট ক্যাকটাস

(d) উপরের কোনটিই নয়

Answer – (b) রাফলেসিয়া


25. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা?

(a) কোবল

(b) জাভা

(c) বেসিক

(d) অ্যাসেম্বলার

Answer – (b) জাভা


26. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?

(a) সর্দার বল্লভভাই প্যাটেল

(b) মহাত্মা গান্ধী

(c) জওহরলাল নেহরু

(d) সুভাষ চন্দ্র বসু

Answer – (a) সর্দার বল্লভভাই প্যাটেল


27. ‘কংগ্রেস’ শব্দটি প্রাপ্ত হয়েছিল-

(a) উত্তর আমেরিকার ইতিহাস থেকে

(b) আইরিশ ইতিহাস থেকে

(C) ব্রিটিশ কমনওয়েলথ থেকে

(d) আমেরিকান সংসদ থেকে

Answer – (a) উত্তর আমেরিকার ইতিহাস থেকে


28. পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?

(a) বিজ্ঞান ও প্রযুক্তি

(b) সাহিত্য ও সাংবাদিকতা

(c) আন্তর্জাতিক বোঝাপড়া

(d) পরিবেশবিদ্যা

Answer – (b) সাহিত্য ও সাংবাদিকতা


29. ‘ঘুমার’ লোকনৃত্যটি হল–

(a) গুজরাটের

(b) পাঞ্জাবের

(c) রাজস্থানের

(d) তামিলনাড়ু

Answer – (c) রাজস্থানের


30. সূর্যগ্রহণ ঘটে যখন-

(a) পৃথিবী, সূর্য ও চন্দ্রের মধ্যে আসে

(b) চন্দ্র ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয়।

(c) চন্দ্র, সূর্য ও পৃথিবীর মধ্যে আসে।

(d) সূর্য, চন্দ্র ও পৃথিবীর মধ্যে আসে

Answer – (c) চন্দ্র, সূর্য ও পৃথিবীর মধ্যে আসে।


31. ট্রোপোস্ফিয়ার বায়ুমন্ডলের উষ্ণতম অংশ কারণ-

(a) এটি সূর্যের নিকটতম

(b) এতে আধানযুক্ত কণা রয়েছে

(c) এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়

(d) এর মধ্যে তাপ উৎপন্ন হয়

Answer – (c) এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়


32. প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যঙ্ক হল-

(a) কানাড়া ব্যাঙ্ক

(b) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

(c) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

(d) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Answer – (b) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক


33. ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দেমাতরম গান গাওয়া হয়েছিল-

(a) 1886

(b) 1892

(c) 1896

(d) 1904

Answer – (c) 1896 , কোলকাতা অধিবেশন, রবীন্দ্রনাথ ঠাকুর


34. ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন

পেয়েছিলেন?

(a) নেলসন ম্যান্ডেলা 1990, 1987

(b) আব্রাহম লিঙ্ক

(C) খান আব্দুল গফফর খান

(d) মাদার তেরেসা

Answer – (C) খান আব্দুল গফফর খান


35. কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন?

(a) শক

(b) হুন

(c) চোল

(d) ইন্দো-গ্রীক

Answer – (d) ইন্দো-গ্রীক


36. বিখ্যাত সাঁচী স্তূপ কে নির্মান করেন?

(a) অশোক

(b) চন্দ্রগুপ্ত মৌর্য

(c) অজাতশত্রু

(d) শশাঙ্ক

Answer – (a) অশোক


37. গ্রামীণ ও শহর এলকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালরি যথাক্রমে কত?

(a) 2400 ও 2100

(b) 2100 ও 2400

(c) 2400 ও 2200

(d) 2100 ও 2200

Answer – (a) 2400 ও 2100


38. ‘মাই লাইফ’ কার আত্মজীবনী?

(a) ড. এ. পি. জে. আব্দুল কালাম

(b) ড. রাজেন্দ্র প্রসাদ

(c) বিল ক্লিন্টন

(d) হিলারী ক্লিন্টন

Answer – (c) বিল ক্লিন্টন


39. সবচেয়ে নমনীয় ধাতু

(a) রূপা

(b) সোনা

(c) অ্যালুমিনিয়াম

(d) সোডিয়াম

Answer – (b) সোনা


40. মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন-

(a) আরতি সাহা

(b) আশা আগরওয়াল

(c) বাচেন্দ্রি পাল

(d) রিতা ফারিয়া

Answer – (c) বাচেন্দ্রি পাল


41. বিশ্বের বৃহত্তম মানুষের তৈরী খাল হল—

(a) রাইন খাল

(b) পানামা খাল

(c) সুয়েজ খাল

(d) এগুলির কোনটিই নয়

Answer – (c) সুয়েজ খাল


42. প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল-

(a) মে, 1968

(b) মে, 1980

(c) জুলাই, 1982

(d) জুন, 1985

Answer – (a) মে, 1968


43. বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হল-

(a) নাইট্রোজেন

(b) আর্গন

(c) জলীয় বাষ্প

(d) অক্সিজেন

Answer – (b) আর্গন


44. জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত?

(a) সাধারণ পরিষদ

(b) নিরাপত্তা পরিষদ

(c) আন্তর্জাতিক আদালত

(d) ট্রাস্টি কাউন্সিল

Answer – (a) সাধারণ পরিষদ


45.2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে–

(a) জাপান-এ

(b) লন্ডন-এ

(c) জার্মানি-তে

(d) রোম-এ

Answer – (a) জাপান-এ


46. মন্ত্রীদের নির্বাচন হতে পারে-

(i) লোকসভা

(ii) রাজ্যসভা

(iii) আইনসভার বাইরে

সঠিক উত্তরটি নির্বাচন করুন।

(a) i

(b) ii

(c) i, ii

(d) i, ii, iii

Answer – (d) i, ii, iii


47. কোন ধারা ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে?

(a) ধারা 370

(b) ধারা 360

(c) ধারা 268

(d) ধারা 361

Answer – (a) ধারা 370


48. একটি পালক, একটি কাঠের বল ও একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়?

(a) কাঠের বল

(b) পালক

(c) ইস্পাতের বল

(d) সবগুলিই সমান দ্রুততায়

Answer – (d) সবগুলিই সমান দ্রুততায়


49. নীচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণিভুক্ত?

(a) পাখি ও বানর

(b) সাপ ও পাখি

(c) ব্যাঙ ও সাপ

(d) ইঁদুর ও গিরগিটি

Answer – (c) ব্যাঙ ও সাপ


50. সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী?

(a) ফিশন বা বিভাজন

(b) ফিউশন বা সংযোজন

(c) রাসায়নিক ভাঙন

(d) মহাকর্ষীয় সংকোচন

Scroll to Top